মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিল্লাল হোসেন (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মারা যান।
এর আগে, সকালে ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে কুপিয়ে জখম করা হয়।
নিহত বিল্লাল ফতুল্লার জেলপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করলেও নিহতের পরিবার জানায়, পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান জানান, মাদক ব্যবসার জের ধরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় মাদক ব্যবসায়ী মুক্তার গংদের সঙ্গে বিল্লালের বিরোধ ছিল। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন