বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘বিএনপি সব ধর্মের সমঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ।’
বুধবার রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।
দুই বিদেশি হত্যার সঙ্গে বিএনপির নেতাদের জড়ানোর জন্য ক্ষমতাসীনরা প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন হান্নান শাহ।
বিএনপির এ নেতা বলেন, ‘দুই বিদেশি হত্যাকারীদের চিহ্নিত করা হোক এটা আমরা চাই। আর এ জন্য আমরা সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছি। কিন্তু সরকার এখন পর্যন্ত আমাদের দাবির প্রতি কোনো সাড়া দেয়নি।’
তিনি বলেন, ‘বিএনপি চায়, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে ও সুন্দরভাবে বসবাস করবে। তাই বিএনপি সব ধর্মের সমঅধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ।’
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন