চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আজ বৃহস্পতিবার থেকে ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cu.ac.bd এবং টেলিটকের ওয়েবসাইট cu.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমএসে আবেদনকারীদের ইউজার আইডি ও পাসওয়ার্ডসহ প্রবেশপত্রের তথ্য পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা নিজের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে উক্ত দুটি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
ইউজার আইডি ও পাসওয়ার্ড বা যেকোনো তথ্য হারিয়ে গেলে তা পুনরূদ্ধারের জন্য যেকোনো টেলিটক নম্বর থেকে CU< >HELP< >HSC BOARD< >ROLL< >HSC YEAR< > লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে তা জানা যাবে।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর বিজ্ঞান অনুষদের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে চবির নতুন বর্ষের ভর্তি পরীক্ষা।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/শরীফ