সিদ্ধিরগঞ্জের পূর্ব শত্রুতার জের ধরে নিরব হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় গোদনাইল দক্ষিণ এনায়েতনগর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এনায়েতনগর ও হাজীগঞ্জ এলাকার দেলোয়ার, সুফিয়ান, পারভেজ ও হদয় বুধবার রাত ৮টায় নিরবকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১২টায় গুর’তর আহত অবস্থায় নিরবকে বাসার সামনে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে নিরবকে তার স্বজনরা নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিবর দক্ষিণ এনায়েতনগর এলাকার শুক্কুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া নুর মোহাম্মদ মিয়ার ছেলে। অভিযুক্তরা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের সঙ্গে নিরব হোসেনের বিরোধ চলে আসছিল।
সিদ্ধিরগঞ্জ থানার এস.আই শাহাদাত হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/শরীফ