রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা ভটভটির যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফরাদপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: গোদাগাড়ী উপজেলার আনপনগর গ্রামের মোসলেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩৫) ও আবদুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৪০)। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস কেয়া পরিবহনের সঙ্গে বিপরীতগামী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটির দুই যাত্রী নিহত হন।
বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৫/ রশিদা