চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নয়াপাড়া চৌধুরী হাট এলাকায় মোটর বাইকের ধাক্কায় পথচারি মো. নজরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, গভীর রাতে চৌধুরীহাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটর সাইকেল নজরুল ইসলামকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৫/ রশিদা