অচিরেই দুই বিদেশি হত্যার প্রকৃত রহস্য জনগণ জানতে পারবে বলে মনে করেন আওয়ামী লীগর উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিদেশীরা বুঝতে চাচ্ছে না, যে তার এই মুহূর্তে যে কথা বলছে সেটা বলা সঠিক নয়। যতক্ষণ পর্যন্ত একটা সঠিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা না হবে, ততক্ষণ পর্যন্ত সবার মনেই একটা সন্দেহ থাকতে পারে, এটা স্বাভাবিক। তেব সরকার দুই বিদেশী হত্যার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে আসল দোষীদের গ্রেফতার করতে চাচ্ছে, তাই এতে কিছুটা সময় লাগবে। তবে এ কথা নির্দ্বিধায় বলা যায়, অচিরেই এই দুই বিদেশী হত্যার প্রকৃত রহস্য জনগণ জানতে পারবে এবং বিদেশীরাও তাদের নিরাপত্তা প্রশ্নে আশ্বস্ত হবে।
পরিদর্শনকালে বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল এবং উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৫/মাহবুব