কুমিল্লার সদর দক্ষিণ ও ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে কুমিল্লা রেলওয়ে পুলিশ।
কুমিল্লা রেল স্টেশন পুলিশের ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম রেল রুটের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যান। এছাড়া একই রেলপথের ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাপুর এলাকায় ওই গ্রামের সাইদুল হক সাদেক(৬০) ট্রেনে কাটা পড়েন। তিনি মানসিক ভারসামহীন ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/ এস আহমেদ