স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবৈধ পার্কিংয়ের জন্য যে জরিমানার বিধান আছে তা যথেষ্ট নয়। এ জরিমানার পরিমাণ বাড়ানো হবে, এ জন্য কাজ চলছে।
বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। শোভাযাত্রাটি রাজধানীর শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু হয়ে জাতীয় শহীদ মিনারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
র্যালিটির উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে অবৈধ পার্কিংয়ের দায়ে মাত্র ২০০ থেকে ৩০০ টাকা জরিমানা করা হয়। আমার মনে হয় এটা অন্যান্য যে কোনো দেশের তুলনায় খুবই কম। অবৈধ পার্কিংয়ের ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করতে জরিমানার টাকা আরও বাড়ানো উচিত।’
অনুষ্ঠানে দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনতে বেশি গতিতে এবং যান্ত্রিক ত্রুটিযুক্ত গাড়ি না চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
সমাবেশে চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য কারও একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য চালক, মালিক, সাধারণ মানুষ সবাইকে যার যার জায়গা থেকে কর্তব্য পালন করতে হবে। তিনি বলেন, সবাইকে মনে রাখতে হবে, এ দেশ আমাদের, মানুষ আমাদের। একটা মানুষও যেন দুর্ঘটনায় পথে মারা না যায়।’
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৫/মাহবুব