জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাইসুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছেন প্রতিপক্ষরা। এ ঘটনার পর আজ বৃহস্পতিবার নিরাপত্তা চেয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। ডায়েরি নং ৮৯০।
জিডিতে ওই শিক্ষক উল্লেখ করেন, গত ২১ অক্টোবর রাত ৯টায় কেরাণীগঞ্জ থানার মাদারীপুর এলাকায় রাইসুলের বাড়ি সামনে এসে আমিনুল ইসলাম ও তার ভাই জাহিদুল ইসলাম পূর্ব শত্রুতার জের ধরে রাইসুল ও তার ভাই রাকিবুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় তারা রাইসুল ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।
জানতে চাইলে রাইসুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে আমিনুল ও তার ভাই জাহিদুল আমাকে হত্যার হুমকি দিয়েছে। তারা এলাকায় নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। তাদের অপকর্মে কেউ বাধা দিলেই তাদের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়।’
এ বিষয়ে জানতে চাইলে কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি না। আজ সারাদিন থানার বাইরে ছিলাম। অফিসে গিয়ে এ সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৫/মাহবুব