রাজধানীর গাবতলীতে দায়িত্ব পালনরত অবস্থায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে পর্বতা সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম ইব্রাহিম মোল্লা। তিনি দারুস সালাম থানায় কর্মরত ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মুনতাসীরুল ইসলাম বলেন, গাবতলী এলাকার পর্বত সিনেমা হলের সামনে রাতে পুলিশের একটি নিয়মিত চেক পোস্ট ছিল। সেখানে বিভিন্ন গাড়ি ও পথচারীদের তল্লাশি করা হচ্ছিল। বাস থেকে নামা এক যাত্রীকে সন্দেহ হলে তাঁকে তল্লাশি করার সময় ওই ব্যক্তি ইব্রাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এসময় পাশের পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে অপর এক ব্যক্তিকে আটক করে। ওই ব্যক্তি ছুরিকাঘাতকারী ব্যক্তির সঙ্গেই ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে তাঁর নাম মাসুদ বলে জানিয়েছেন। তবে নামটি সঠিক কিনা পুলিশ সেটি যাচাই করে দেখছে। মাসুদকে দারুস সালাম থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের ধারণা মাসুদ একই চক্রের লোক।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৫/মাহবুব