গ্যাস সঞ্চালন পাইপ সংস্কার কাজের জন্য রাজধানীর কদমতলী ও আশপাশের কয়েকটি এলাকায় শুক্রবার কয়েক ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ড্রিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে- সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে সিদ্ধিরগঞ্জ, আদমজী, ইপিজেড, পাগলা, পঞ্চবটি, ফতুল্লা, মুক্তারপুর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/ এস আহমেদ