গাজীপুরের কাপাসিয়ায় ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে দাদা- নাতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দাদা আক্কাস আলী (৬০) ও নাতিন হৃদয় (১৭)। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের তরগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় মোটরসাইকেল চালিয়ে তার দাদা আক্কাস আলীকে নিয়ে স্থানীয় আমরাইদ বাজার থেকে তরগাঁও যাচ্ছিলেন। পথে তরগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি/২৩ অক্টোবর ২০১৫/শরীফ