রাজধানীর দক্ষিণখান থানার ফায়েদাবাদ ও তেজগাঁওয়ে দুই তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ধর্ষিতাদের ভর্তি করা হলে বিষয়টি জানা যায়।
তবে সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে দুই ধর্ষিতার পরিবার এ বিষয়ে মুখ খুলেনি।
জানা গেছে, বরিশাল থেকে ঢাকার দক্ষিণখানে চাচার বাসায় বেড়াতে এসে ধর্ষণের শিকার হন ২০ বছর বয়সী তরুণী।
তার চাচা হুমায়ুন জানান, গতকাল রাতে বাসায় তার ভাতিজিকে তিনি অজ্ঞান অবস্থায় পান। শরীরের বাহ্যিক আলামত দেখে তার ধারণা হয়েছে ভাতিজি ধর্ষণের শিকার হয়েছেন।
তিনি জানান, রাত তিনটার দিকে তাকে ঢামেকে ভর্তি করানো হয়। এখনো তার জ্ঞান ফেরেনি। তাই ধর্ষকের নাম বা ঘটনার কোনো কিছুই তিনি জানাতে পারেননি।
তবে হুমায়ুন স্বীকার করেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপস করার জন্য চাপ দিচ্ছেন। ঘটনার কথা পুলিশকে না জানাতেও বলেছেন তারা। তাই তিনি পুলিশকে কিছুই জানাননি।
এদিকে, তেজগাঁও এলাকায় আরেক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। তাকেও বৃহস্পতিবার গভীররাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তেজগাঁও থানার অপারেশন অফিসার তাজুল ইসলাম ধর্ষণের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেননি।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/ এস আহমেদ