চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় শাহ্ আমানত সেতু এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ছয় লাখ ৩০ হাজার টাকার ২,১০০ পিস ইয়াবাসহ বাসের দুই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সেতুর উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আলমগীর ও মো. জাহেদ আলম।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ বক্সের সামনে বাসটি থামানো হয়। ওই দুজনকে বাস থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদের পর আলমগীরের পকেটে দুই হাজার এবং জাহেদের পকেটে একশ ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রির জন্য আনছে বলে স্বীকার করে।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব