রাজধানীর পল্লবী থেকে জনি (২৩) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শাহপরাণ বস্তি এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জনি ওই এলাকার ডি-ব্লকের শহীদবাগ বস্তিতে থাকতেন এবং তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
নিহতের বাবা মো. শরিয়ত উল্লাহ জানান, জনি ১৭ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ২০ অক্টোবর থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়। শুক্রবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারের সময় লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব