বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শেষ হয়েছে।
শুক্রবার নগরীতে প্রথম প্রতিমা বিসর্জন দেয় নগরীর জিয়া সড়কের জয় দুর্গা কামেশ্বরী মন্দির কমিটির নেতাকর্মী এবং ভক্তবৃন্দ। বিকেল ৫টায় বরিশালের কীর্তনখোলা নদীতে এই মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হয়। এরপর একে একে নগরীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়।
বিসর্জনের আগে নেচে-গেয়ে এবং সিদুর মেখে ভক্তরা আনন্দ করে। এ বছর বরিশাল নগরীতে পূজা মণ্ডপের সংখ্যা ছিল ৩৪টি, জেলায় ৫৫৮টি ও বিভাগে ১৫৩৬টি।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব