দেশকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধীরাই শিয়া সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে হোসেনী দালান এলাকার ইমামবাড়ায় শনিবার দিবাগত রাত ২টার দিকে শিয়া সমাবেশের প্রস্তুতিকালে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়। রাত সোয়া ৩টার দিকে বিস্ফোরণস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
হাজী সেলিম বলেন, প্রতি বছর শিয়া সম্প্রদায়ের লোকজন আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করে থাকে। কোনো বছরেও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেনি। কিন্তু এবার কেন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। বুঝতে হবে দেশকে অস্থিতিশীল করতেই এই হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, যারা সবসময় চায় দেশ যেন শান্তিতে না থাকে, তারাই এ ধরনের হামলা চালায়। অতীতেও এ ধরনের হামলা তারা চালিয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        