রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ছিনতাইকারীদের হামলায় অনন্ত বিশ্বাস (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন নিহত অনন্ত বিশ্বাসের স্ত্রী কাকলি বিশ্বাস।
অনন্ত গাইবান্ধা সদর উপজেলার অনীলচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি মিরপুরের শ্যাওড়াপাড়ায় ভাড়া থাকতেন।
কাকালি বিশ্বাস জানান, ভোরে তারা গাইবান্ধার বাস থেকে কুড়িল বিশ্বরোডে নামেন। ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইটকারে থাকা ছিনতাইকারী তার গলা থেকে চেইন ছিনিয়ে নেয়। এ সময় অনন্ত এগিয়ে আসলে ছিনতাইকারীরা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে প্রাইভেটকার চাপা দিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অনন্ত বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন কাকলি। সেখানে সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        