রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আহত মো. আবুল কালাম (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ রবিবার বেলা ১১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে বেলা ১১টার দিকে কারওয়ানবাজার কাঠপট্টি সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
নিহত আবুল কালামের বাড়ি নোয়াখালীর মাইজদী। জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/শরীফ