সিলেটের কুমারগাঁওয়ে নির্মম নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায়ের তারিখ আগামী ৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায়ের এই তারিখ ঘোষণা করেন। এর আগে গত রবি ও সোমবার উভয় পক্ষের আইনজীবী আদালতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন।
মামলায় ৩৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। অন্যদিকে, মামলার প্রধান আসামী কামরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে তার আইনজীবী ১১ সাক্ষীকে পুণরায় জেরা করেন।
মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান, যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ ঘোষণা করেছেন। আমরা আশাবাদী মামলার সকল আসামীকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।
প্রসঙ্গত, গত ৮ জুন কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয় শিশু রাজনকে। এরপর নির্যাতনের ভিডিওচিত্র ফেসবুকে আপলোড করা হলে সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়। রাজন সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বাদেয়ালি গ্রামের আজিজুর রহমানের ছেলে।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব