চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হওয়ায় খুশি নন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাশিয়ার নিউক্লিয়ার কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘এটা ব্যাড সিগন্যাল। আই এম আনহ্যাপি।’
এ পরিস্থিতির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ বিরোধকে দায়ী করে অর্থমন্ত্রী বলেন, এনবিআরের চেয়ারম্যানকে ডেকে তিনি এ ব্যাপারে কথা বলবেন।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন