রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে পেট্রলবোমা ও ককটেলসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করার দাবি করেছে পুলিশ।
বুধবার ভোর ৪টার দিকে আগারগাঁও সংলগ্ন দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইদ্রিস খান (২৪), আরিফুর রহমান (২৩), সাজ্জাদুল আলম (২৫), আবুল কাশেম (৫৫), আনোয়ার হোসেন (৩২), নবীর উদ্দিন (৩৭), আবু সাঈদ (৪৫) ও মাহবুব হোসেন (২৮)।
মিরপুর থানার ওসি ভূইয়া মাহাবুব হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের কাছ থেকে বেশ কিছু পোস্টার, ধর্মীয় উস্কানিমূলক বই, পেট্রলবোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব