ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় ভাইয়ের উপরের ভাইকেও খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। একইসঙ্গে এ হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে ঘটানো হয়েছে এবং সেই নির্দেশ লন্ডন থেকে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ নভেম্বর আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। ওই সভার প্রস্তুতি হিসেবে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হানিফ বলেন, বিদেশি হত্যাকাণ্ডে যে বড় ভাইয়ের নাম প্রকাশ হয়েছে তার উপরেও ভাই আছে। সেই ভাইকে খুঁজে বের করতে হবে। এ হত্যাকাণ্ডের নির্দেশ লন্ডন থেকে এসেছে। সেই ভাইকে খুঁজে বের করতে আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।
মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন লন্ডনে যান তখন তার যাওয়া নিয়ে অনেকেই সন্দেহ করেছিলেন। আজকে সেই সন্দেহই সঠিক বলে প্রমাণিত হয়েছে। লন্ডনে বসে খালেদা ও তারেক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
এ হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেন হানিফ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৫/মাহবুব