ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স সম্মান প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ১৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর A ও B ইউনিট, ১৬ নভেম্বর H ও C ইউনিট, ১৭ নভেম্বর D ও E ইউনিট এবং ১৮ নভেম্বর F ও G ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন চার শিফটে এ পরীক্ষা হবে। আগামী ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এ বছর ৮টি ইউনিটের অধীনে মোট ২৫টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট ১৬৯৫টি আসনের বিপরীতে মোট ৬৪৭৮০টি আবেদন জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৯ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ জানা যাবে।
বিডি-প্রতিদিন /২৮ অক্টোবর ২০১৫/শরীফ