ব্লগার ও বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেফতারকৃত ফটো সাংবাদিক ইদ্রিস আলী জামিনে মুক্তি লাভ করেছেন।
বুধবার দুপুরে তিনি সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত থেকে জামিন লাভ করেন। এরপর সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ইদ্রিস। তিনি দৈনিক সবুজ সিলেটের ফটোসাংবাদিক হিসেবে কর্মরত। গত ৭ জুন সিলেট নগরী থেকে তাকে গ্রেফতার করেছিল সিআইডি।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার ছগির মিয়া জানান, আদালতের জামিন আদেশের প্রেক্ষিতে সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
গ্রেফতারের পর মামলার তদন্তকারী কর্মকর্তা আরমান আলী দাবি করেছিলেন, অনন্ত বিজয় হত্যার সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর ৮ জুন ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় ইদ্রিস আলীকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদেও ইদ্রিসের কাছ থেকে গুরুত্বর্পূ তথ্য পাওয়া গেছে বলে দাবি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে কী তথ্য পাওয়া গেছে তা জানানো হয়নি। প্রায় পাঁচ মাস কারাভোগের পর গতকাল জামিনে মুক্ত হন ইদ্রিস আলী।
প্রসঙ্গত, গত ১২ মে সকালে সিলেট নগরীর সুবিদবাজারে দস্তিদার দীঘিরপাড়ে (নূরানী দীঘি) দুর্বৃত্তরা কুপিয়ে ব্লগার অনন্ত বিজয় দাসকে খুন করে। এরপর আনসার বাংলা ৮ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে। হত্যাকাণ্ডের ঘটনায় ওই রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে অনন্ত বিজয় দাশের বড়ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ ২৮ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন