হোসনী দালানে বোমা হামলায় আহত জামাল উদ্দিন (৫৫) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
আশুরা উপলক্ষে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে হোসনী দালান এলাকার ইমামবাড়ায় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শিয়া সমাবেশের প্রস্তুতিকালে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ওই ঘটনায় এক কিশোর নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক। ঘটনার পরপরই ব্যাপক সংখ্যক পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকা ঘিরে ফেলে। আহতদের আর্তনাদ ও স্বজনদের আহাজারিতে হাসপাতালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
ছয় দিন আগের ওই হামলার ঘটনায় এ নিয়ে মোট দুই জনের মৃত্যু হল।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৫/ রশিদা