চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে এ পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান একথা জানিয়েছেন।
পরিবর্তিত সময় অনুযায়ী নগরীর বটতলী রেলস্টেশন থেকে শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে ছেড়ে আসবে সকাল সোয়া ৬টা, সাড়ে ৭টা, সাড়ে ৮টা, দুপুর ১২টা, বিকাল ৩টা, বিকেল ৪টা ও রাত সাড়ে ৮টায়।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাটল ট্রেন বটতলী রেলস্টেশনের দিকে ছেড়ে যাবে সকাল ৭টা ২৫ মিনিট, ৯টা, দুপুর ১টা ৫ মিনিট, দুপুর দেড়টা, বিকাল ৪টা ৫০ মিনিট, বিকাল সাড়ে ৫টা ও রাত ৯টা ৪০ মিনিটে। এ ছাড়া এক জোড়া ডেমু ট্রেন সকাল সাড়ে ৯টায় বটতলী স্টেশন থেকে ছেড়ে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হবে এবং বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ফের বটতলী স্টেশন যাবে।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চবির ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/শরীফ