প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ও দৈনিক দেশবাংলা পত্রিকার সম্পাদক ড. ফেরদৌস আহমেদ কোরেশী এখন কিছুটা সুস্থ। গতকাল জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন তার নিকটাত্মীয় মফিজুল আলম। বর্তমানে কোরেশী রাজধানীর এ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। আইসিউতে থাকলেও আগের চেয়ে তিনি এখন অনেকটা সুস্থ বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এর আগে সম্প্রতি এ্যাপোলো হাসপাতালে কোরেশীর হার্নিয়া অপারেশন হয়। এরপর গত বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। কিন্তু ওই দিন সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আবারও এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৫/ রশিদা