খুলনা মহানগর আওয়ালীগের কর্মী শহিদুল ইসলাম ওরফে ওজি শহীদ (৩৫) গুলিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে পৌনে ৪টার দিকে দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওজি শহীদ দৌলতপুরে পাট প্রেস হাউসের ঠিকাদারীর ব্যবসা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওজি শহিদ তার ব্যক্তিগত প্রাইভেট কারে চড়ে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে দৌলতপুরের মহসীন মোড়ের পানচাষী মোড়ে একটি মাইক্রোবাস দিয়ে তার গতি রোধ করে দুর্বৃত্তরা। এসময় তারা প্রাইভেটকারের পেছনের গ্লাস ভেঙ্গে ওজিকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। তিনটি গুলি ওজির পিঠে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব