ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের 'ক' ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে এ পরীক্ষা সাড়ে ১১টায় শেষ হয়।
এদিকে এ পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির চেষ্টার অভিযোগে ১২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১২ জনকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, প্রশ্নপত্র জালিয়াতির তথ্য পেয়ে প্রথমে একজনকে ফার্মগেট থেকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী নাখালপাড়া ও তেজকুনি পাড়া এলাকা থেকে অন্যদের আটক করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ২০টি স্কুল-কলেজসহ মোট ৭৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১৬৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭১ হাজার ৩৫০ জন।
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
এ ছাড়াও, পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৫/ এস আহমেদ