গাজীপুর জেলার শ্রীপুরের চকপাড়া এলাকায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিশুর নাম নাজনীন (৭)। সে কিশোরগঞ্জ জেলার ভৈরবের মাইচচর এলাকার আক্কাস আলীর মেয়ে।
নাজনীন শ্রীপুরের চকপাড়া এলাকায় তার নানা হাসমত আলীর বাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পড়ত।
শ্রীপুর থানার এসআই আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নাজনীন তার নানীর সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা তাদের দরজায় নক করে। দরজা খোলার পর দুর্বৃত্তরা ঘরে ঢুকে নাজনীনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৫/ এস আহমেদ