খাদ্যে বিষক্রিয়ায় সিলেট নগরীর বালুচরের দুই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্টার বিধুর ভূষন সাহা।
আক্রান্তদের স্বজন মাহমুদুল হাসান জানান, বালুচর এলাকার ২৩৩ নম্বর বাসার জমির উদ্দিনের বাসায় পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দেন স্বজন ও প্রতিবেশীরা। রাতের খাবার খাওয়ার পর ১১ জন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন, জমির উদ্দিন (৭০), তার বোন ছুরই বিবি (৬০), ছেলে কামাল হোসাইন (২৬), ছেলের বউ জোসনা বেগম (৩০), নাতনী সুমাইয়া বেগম (১১), নাতী আব্দুল মজিদ (১৪) ও প্রতিবেশী আরও পাঁচ জন।
ওসমানী হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্টার বিধুর ভূষন সাহা জানান, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা হাসাপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে জমির উদ্দিন ও ছুরই বিবির অবস্থা গুরুতর। বাকিরা ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৫/ এস আহমেদ