শমসের মবিন চৌধুরীর পদত্যাগে বিএনপিতে কোনো প্রভাব পড়বে না বলে নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
'বিএনপিতে ভাঙন শুরু হয়ে গেছে' আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের পর শুক্রবার দুপুরে সিলেট এক আকস্মিক সফরে গিয়ে তিনি একথা বলেন। এর আগে বেলা ১১টার দিকে একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ফখরুল।
সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। এরপর জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানেই সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে একজন ব্যক্তির পদত্যাগে দলে কোনো ক্ষতি হবে না। ব্যক্তি আসবে, যাবে কিন্তু দলে কোনো প্রভাব পড়বে না। তাছাড়া বিএনপিতে সমশের মবিনের মতো আরও অনেক কূটনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিাবার একরকম আকস্মিকভাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৫/মাহবুব