জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে পরীক্ষার শুরুতেই তাদের আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে দুইজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আটকরা মোবাইলফোনে উত্তরপত্র নিয়ে প্রবেশের চেষ্টা করছিল।
এ বছর ৭৬০টি আসনের(বিজ্ঞান-৭২৫, অন্যান্য-৩৫) বিপরীতে আবেদন করেছেন ৫৭ হাজার ৭০৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। বেলা তিনটা থেকে শুরু হওয়া এ পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র সহ ঢাকার ২৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৫/মাহবুব