সরকার আন্তরিক হলে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ দেশে দ্রুত ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির টিআইবি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এ্যাগেইনস্ট করাপশন (র্যাক) ও টিআইবির যৌথ উদ্যোগে জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এমন মন্তব্য করেন।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রতি বছর দেশ থেক বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে। মোট পাচার করা অর্থের ৬০ ভাগই আন্ডার ইনভয়েস বা পণ্যের দাম কম-বেশি দেখিয়ে আমদানি-রফতানির নামে পাচার হচ্ছে। বড় বড় দুর্নীতির ক্ষেত্রে রাজনীতিবিদদের কেউ না কেউ জড়িত থাকেন। সরকার আন্তরিক হলে পাচার করা অর্থ দেশে দ্রুত ফিরিয়ে আনা সম্ভব।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দেশে সংঘটিত বড় দুর্নীতিগুলোর সঙ্গে উন্নত দেশগুলোর বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে দুর্নীতি শুধু বাংলাদেশ বা উন্নয়নশীল দেশগুলোর সমস্যা নয়, এ সমস্যা উন্নত বিশ্বেরও। উন্নত দেশগুলোতে তাদের আইনও অর্থ পাচারে সহায়ক।’
তিনি আরও বলেন, ‘মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে বাংলাদেশী বিত্তশালীদের বিনিয়োগ বাড়ছে। এটা উদ্বেগের। এভাবে দেশে-বিদেশে অর্থপাচার, দেশের মধ্যে ছোট ও বড় ধরনের দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির ঘটনা প্রতিরোধ করতে সরকারের রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই।’
প্রসঙ্গত, সোমবার (২ নভেম্বর) থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহের ষষ্ঠ সম্মেলন শুরু হয়েছে, যা ৬ নভেম্বর পর্যন্ত চলবে। দুর্নীতিবিরোধী ওই সম্মেলনকে কেন্দ্র করে মঙ্গলবার টিআইবি ও দুদকের মধ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আগামীতে টিআইবি র্যাকের সঙ্গে কিভাবে যৌথভাবে কাজ করবে সে বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— র্যাকের সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক এইচ এম সাগর, যুগ্ম সম্পাদক আদিত্য আরাফাত ও তাওহীদ সৌরভ, সাংগঠনিক সম্পাদক আহমেদ ফয়েজ, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মো. হাসিব বিন শহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ রহমান মাসুম, প্রশিক্ষণ সম্পাদক গোলাম সামদানী, আন্তর্জাতিক সম্পাদক রিশাদ হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৫/মাহবুব