পৌরসভার নির্বাচনে রাজশাহীতে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১৩ জন মেয়র ও ২০ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার ও আগের দিন শনিবার উপজেলা পর্যায়ে প্রার্থীতা বাছাই করা হয়।
মেয়রপদে যাদের প্রার্থীতা বাতিল হয়েছে এর মধ্যে, বাঘার আড়ানী পৌর মেয়র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মতিন ও মাসুদ পারভেজ কলিন্স। বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহিনুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়াও ঋণখেলাপির অভিযোগে পবার কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর রহমানের প্রার্থীতা স্থগিত রাখা হয়েছে।
রবিবার দুর্গাপুর পৌরসভায় তিন মেয়র প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। এরা হলেন: বিএনপির বিদ্রোহী সৈয়দ জামাল, জাতীয় পার্টির আজাহার আলী ও ওয়ার্কার্স পার্টির শামিমুল ইসলাম। এছাড়া বাগমারার তাহেরপুরে তিন মেয়র প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। এরা হলেন, বিএনপির বিদ্রোহী এসএম আরিফুল ইসলাম, যুবদলের সভাপতি আবদুল আলীম ও সামশুন্নাহার। রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম জানান, শাহীনুর ইসলাম, আবদুল আলিম বাবুর জমা দেওয়া ১০০ জন ভোটারের স্বাক্ষরের অধিকাংশের মিল পাওয়া যায়নি। এসএম আরিফের ১০০ জন ভোটারের মধ্যে একজন পৌরসভা এলাকার বাইরের ভোটার ছিলেন। আর সামসুন্নাহার তার হলফনামায় স্বাক্ষর করেননি। একইদিন পুঠিয়া তিন মেয়র প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। এরা হলেন: জামায়াত নেতা আহাদ আলী, আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মালেক ও বিএনপির বিদ্রোহী সাইফুল ইসলাম।
এর আগে শনিবার তানোরে মেয়র পদে ১ জনের বিরুদ্ধে আপত্তি আসলেও পরবর্তীতে বৈধ বলে ঘোষণা করা হয়। তবে একজন ওয়ার্ড কাউন্সিললের মনোনায়ন বাতিল করা হয়। গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভায় ২ কাউন্সিলর দুর্গাপুর পৌরসভায় দুই, চারঘাটে ১১, বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় মেয়র পদে ৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে একজনসহ মোট ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করার হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা