রাজশাহীর পবা উপজেলার বড়গাছী সাকোপাড়া গ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ওই গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন পবা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক।
পুলিশের সিনিয়র এএসপি (সদর সার্কেল) আবদুর রশিদ জানান, তার নেতৃত্বে পবা থানা পুলিশের একটি টিম শনিবার গভীর রাতে সাকোপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আইনালের (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে ২ বস্তা (৪৭ কেজি) গাঁজা উদ্ধার করে। রাতে মাদক ব্যবসায়ী আইনাল বাড়িতে না থাকায় আজ সকালে আবারও তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়নকক্ষে ড্রামে ভর্তি আরও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এরপরে পাশের মাইনুল হকের পরিত্যক্ত বাড়ির টিনের চালের উপর থেকে আরও চার বস্তা (৯৬ কেজি) উদ্ধার করা হয়। তাছাড়া নওশাদ ও নাসিরের বাড়ি থেকে আরও এক কেজি করে গাঁজা উদ্ধার করা হয়।
আবদুর রশিদ জানান, মাদক ব্যবসায়ী আইনালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজার মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        