জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে বিভাগ উন্নয়ন ফি বৃদ্ধির তীব্র নিন্দা ও তা বাতিলের দাবি জানিয়েছে জাবি শাখা ছাত্র ইউনিয়ন। রবিবার সংগঠনের সভাপতি তন্ময় ধর ও সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল সাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, বিভাগ উন্নয়নের নামে যে টাকা নেওয়া হয় তা কোথায় খরচ হয় তার কোনো স্বচ্ছ হিসাব নেই অথচ বিভাগের কোনো উন্নয়ন চোখে পড়ে না।
প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, বিভাগের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় থেকে টাকা পাওয়ার পরও শিক্ষার্থীদের কাছ থেকে অযৌক্তিকভাবে এ টাকা আদায় করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এহেন আচরণের ফলে তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে শিক্ষার্থীরা।
বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণি বিজ্ঞান বিভাগে এই বছর ২০০০ টাকা, অর্থনীতি বিভাগে ২৫০০ টাকা, লোকপ্রশাসন বিভাগে ৫০০ টাকা ফি বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০০০ টাকা উন্নয়ন ফি নেওয়ার পরেও কুপন ফি-এর নামে আরও ২০০০ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া নামে বেনামে বিভাগ উন্নয়ন ফি’র পরেও বিভিন্ন খাত দেখিয়ে টাকা নেওয়া হচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই বর্ধিত ফি বাতিল এবং আদায়কৃত বর্ধিত টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা