নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র তিন সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- নাইমুর রহমান নয়ন, ফয়সাল মাহমুদ এবং শওকত রাসেল। রবিবার এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আকতার কাঁকন।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, ‘তিন জেএমবি সদস্যকে বায়েজিদ থানায় দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক মামলায় ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত হত্যা মামলায় প্রত্যেককে ৩ দিন আর বিস্ফোরক মামলায় ১ দিন করে রিমান্ডে দিয়েছেন।’
নগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, ‘আদালত রিমান্ড মঞ্জুর করার পর তিন জেএমবি সদস্যকে নিজেদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।’
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সাথে সংশ্লিষ্টতার অভিযোগে নাইমুর রহমান নয়ন, ফয়সাল মাহমুদ এবং শওকত রাসেল নামে তিন চবি শিক্ষার্থীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী থেকে আমেরিকার তৈরি একটি এমকে-১১ স্নাইপার রাইফেল, বিপুল গুলি, ১০টি ডেটোনেটর, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, ৫ কেজি জেল এ·প্লোসিভ, সেনাবাহিনীর ১৪টি পোশাক, নেমপেট ও র্যাংক ব্যাজ, ডায়েরি, মানচিত্র এবং সাংগঠনিক বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা