চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পৃথক অভিযান পরিচালনা করে নগরীর বায়েজীদ ও চান্দগাঁও থানা পুলিশ।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, রবিবার দিনভর বায়েজিদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত শিবিরের কর্মীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় চার জনের কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ওসি শাহ জাহান কবির বলেন, রবিবার দুপুরে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রাফিয়া বেগম নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছয়শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা