আজ ভোররাতের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নিজ নিজ হল থেকে বের হয়ে আসার সময় তারা আহত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ এম আমজাদ সকাল ৭টার দিকে একথা জানিয়েছেন।
ড. এ এম আমজাদ বলেন, 'আতঙ্কিত হয়ে হল থেকে লাফিয়ে পড়ার সময়ই বেশিরভাগ আহত হয়েছেন। এর মধ্যে শহীদুল্লাহ হলের এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর। সার্জেন্ট জহুরুল হক হলেও একজন তিনতলা থেকে লাফিয়ে পড়ার খবর পাওয়া গেছে।'
তিনি আরো বলেন, 'এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি আমরা। তবে শহীদুল্লাহ হল বাদে কার্জন হল এলাকার বাকি হলগুলোর খবর এখনো পাওয়া যায়নি। আহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করছি। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/শরীফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        