আজ ভোররাতের ভূমিকম্পে পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকার একটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসময় আতঙ্কে ভবনের বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন।
তবে এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ভজন কুমার সরকার জানান, ভূমিকম্পের পর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো ভবনে ফাটলের খবর পাওয়া যায়নি।
শাঁখারী বাজারের স্থানীয় বাসিন্দা বাসুদেব জানান, ভূমিকম্পে শাঁখারী বাজার এলাকার ৬২ নম্বর বাসাটিতে ফাটল দেখা দিয়েছে। তবে কেনো হতাহত ঘটনা ঘটেনি। ভূমিকম্পে পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ ভোররাত ৫টা ৫ মিনিটে রিখটার স্কেলে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প ভারতের মনিপুরসহ দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানে। এর প্রভাবে পুরো বাংলাদেশ কেঁপেছে। এর কেন্দ্রস্থল ছিল মনিপুর রাজ্যের তামেনগ্লংয়ে বলে ভারতের আবহাওয়া দফতর জানায়। ভূমিকম্পে মনিপুরেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৪ ব্যক্তির প্রাণহানি হয়েছে। বাংলাদেশেও আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীতে আতিক নামে একজন প্রাণ হারিয়েছেন।
বিডি-প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/শরীফ