সিলেট নগরীতে একটি বাসার সীমানা প্রাচীর ধসে একই পরিবারের চারজন আহত হয়েছেন। এছাড়াও ভূমিকম্পের সময় নগরীর বিভিন্ন বাসা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরও ২৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ভোররাতে ভূমিকম্পের সময় তারা আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পে সিলেট নগরীর ১০ তলা বিশিষ্ট কানিজ প্লাজা সীমানা প্রাচীর ধসে পরে পার্শ্ববর্তী একটি সেটের বাসায়। এ সময় একই পরিবারের চার জন আহত হন। আহতরা হলেন: ফরিদুল ইসলাম, সাজেদুল ইসলাম, শিল্পী বেগম ও রোকসানা আক্তার। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ওসমানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশিষ সিনহা জানিয়েছেন, নগরীর বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্পে আহত ৩২ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        