গাজীপুরের দেশীপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। জয়দেবপুর রেলজংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. দাদন মিয়া এ তথ্য জানিয়েছেন।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৭ বছর। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান দাদন মিয়া।
বিডি-প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/শরীফ