সিলেটে পাল্টাপাল্টি ধাওয়া ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ছাত্রলীগ। অভ্যন্তরিণ দ্বন্দ্বে ছাত্রলীগের দুই গ্রুপে পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে নগরীর রিকাবিবাজারে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আজ সোমবার বেলা ২টার দিকে জেলা ছাত্রলীগের কমিটি পক্ষ ও কমিটি প্রত্যাখানকারী বিদ্রোহী পক্ষের মধ্যে এ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সোমবার বেলা ১টার দিকে রেজিস্টারি মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা ছাত্রলীগ। শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনার থেকে কমিটি পক্ষের নেতাকর্মীরা ফেরার পথে রিকাবী বাজারে হামলা চালায় কমিটি প্রত্যাখানকারী গ্রুপ। এসময় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটের অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। হামলায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সুশান্ত পাল।
হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা রিকাবীবাজার পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বেলা ২টা থেকে একঘন্টা তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।
এদিকে, জেলা ও মহানগর ছাত্রলীগের পৃথক শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরীয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, মহানগর সভাপতি আবদুল বাসিত রুম্মান, সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন