ডিএমপির অনুমতি সাপেক্ষে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এতে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হবে।
আজ সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।
রিজভী আহমেদ বলেন, ‘সোমবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতির কথা জানানো হয়েছে। এরপর আমরা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। তারাও আমাদেরকে মৌখিকভাবে অনুমতি দিয়েছেন। নয়াপল্টনের সমাবেশ নির্বিঘ্ন করতে আমাদের সার্বিক নিরাপত্তা বিধানের আশ্বাস দিয়েছেন।’
সমাবেশ শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, ‘বিএনপির উদ্যোগে অনুষ্ঠেয় এ সমাবেশ দুপুর ২টায় শুরু হয়ে মাগরিবের নামাজের আগে শেষ হবে। এর ব্যাপ্তি হবে বাঁয়ে নাইটিঙ্গেল মোড় আর ডানে ফকিরাপুল মোড় পর্যন্ত।’
সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে সমাবেশে যোগ দেবেন। সমাবেশ সফলের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন