সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তিতে ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে দুই স্থানে সমাবেশ করবে আওয়ামী লীগ।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেসহ ১৮টি স্থানে একযোগে সমাবেশ করবে বলে দুদিন আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দিলেও ডিএমপির কড়াকড়িতে তা বাতিল কররো তারা।
সোমবার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে যানজটে জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমন্ডি ৩২ নম্বরে সমাবেশ করবে আওয়ামী লীগ।
তিনি বলেন, ‘আজ রাজধানীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ, র্যালি হয়েছে। কাল যাতে মানুষকে যানজটে ভুগতে না হয় এর জন্যই মূলত দু জায়গায় সমাবেশ করা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        