রাজধানীর উত্তরার আধুনিক হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন গুণী চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। মুখ গহ্বরে মটর নিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ শহীদুল ইসলাম খোকন। বর্তমানে তার শারিরীক অবস্থা অবনতির দিকে রয়েছে।
গত বৃহস্পতিবার খোকনকে উত্তরার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। শারিরীক অবস্থার অবনতির দিকে থাকায় এখন অন্য কোন ভালো হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না।
২০১৪ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল খোকনকে। সেখানকার বেলভিউ হাসপাতালের চিকিৎসকেরা এ রোগের চিকিৎসা নেই বলে জানান। অক্টোবরের শেষ দিকে দেশে ফিরে আসেন খোকন।
সম্প্রতি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসক আরেফিনের তত্ত্বাবধানে শহীদুল ইসলাম খোকনের পাকস্থলিতে অস্ত্রোপচারের মাধ্যমে টিউব স্থাপন করা হয়।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ