রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সোনিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর গায়ে এসিড ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় এসিডদগ্ধ সোনিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আরমান ও আজিজ এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছেন সোনিয়ার স্বামী মো. রনি।
রনি জানান, তিনি পেশায় একজন নরসুন্দর। কয়েক দিন আগে এলাকার আরমান ও আজিজের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরেই রাতে ঘরের জানালা দিয়ে এসিড ছুড়ে মারে তারা। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে এসিড নিক্ষেপকারীরা পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ